• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে বিএনপির সমাবেশ থেকে হামলা, গাড়ি ভাংচুর

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০২১
সিলেটে বিএনপির সমাবেশ থেকে হামলা, গাড়ি ভাংচুর

স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশ থেকে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে হামলা চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের আহত ও গাড়ি ভাংচুর। এসময় তারা ৪টি প্রাইভেট কার ও একটি পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে টিয়ারশেল ও ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করলে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়। এ ঘটনায় উভয়পক্ষের ৭ নেতা গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৪ জুলাই) দুপুর ২টায় দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে এ ঘটনা ঘটে।

জানা যায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে সমাবেশ আয়োজন করে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক সংস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির আহŸায়ক কামরুল হুদা জায়গীরদার সহ কেন্দ্রীয় ও স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বিএনপি নেতারা বক্তব্য প্রদানকালে বর্তমান সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করতে থাকেন। খবর পেয়ে দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসেন এবং বিএনপি নেতাকর্মীদের সরকার বিরোধী বক্তব্য দিতে বাঁধা দেন। এসময় কথা কাটাকাটির জেরে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের সাথে যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৭ নেতাকর্মী গুরুতর আহত হন। সংঘর্ষে যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা পালিয়ে গেলে তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিএনপিপন্থী নেতাকর্মীরা। ৪টি প্রাইভেট কার ও একটি পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয় তারা। পরে অতিরিক্ত পুলিশ এসে টিয়ারশেল ও ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আক্তার হোসেন বলেন, ঘটনা খবর পেয়েছি। বিএনপি সন্ত্রাসীরা ৪টি প্রাইভেট কার ও ১টি পুলিশের গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।