
একুশেনিউজ ডেস্ক::
সিলেটের জনপ্রিয় গান “সুন্দরী ফুরি গো” গানের রেপার ASHBOII (Ashrafur Rahman) এর নতুন গান “ফাইছি তোমারে” ব্যাপক সাড়া ফেলেছে সিলেটে।
সাম্প্রতিক সময়ে সিলেটী ভাষায় রচিত আশরাফুর রহমানের কথা,সুর,রেপ,সংগীতের এই দারুন কম্বিনেশনে গানটিতে কন্ঠ দিয়েছেন ASHBOII খ্যাত সিলেটি লন্ডন প্রবাসী শিল্পী আশরাফুর নিজেই। এর আগে ২০১৮সালে আশরাফুর এর অংশগ্রহণে সিলেটি ভাষায় “সুন্দরী ফুরি গো” এই সিরনামে গানটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছিলো যা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা বসবাসরত বাঙালিদের প্রতিদিনকার প্লে লিস্টে জায়গা করে নিয়েছিলো। একই বছরে বেশ কয়েকটি গানে সিলেটি প্রবাসী শিল্পী ASHBOII খ্যাত এই আশরাফুর রহমান কন্ঠ দিয়েছেন রেপিং শিল্পী হিসেবে যার মধ্যে “তরে একনজর, ফুয়ার লন্ডন সিটি’ত রেস্টুরেন্ট আছে তিনটা” এই গান গুলো ব্যাপক সাড়া ফেলেছিলো শ্রোতাদের মনে।
এর পর থেকে ধারাবাহিক ভাবেই তিনি নতুন নতুন গান উপহার দিয়ে চলেছেন। সাম্প্রতিক এই লন্ডন প্রবাসী সিলেটি শিল্পীর ভক্তরা চাচ্ছিলেন যে ASHBOII নিজের একক পরিচালনায় গান উপহার দেওয়ার জন্য, তাই ভক্তদের কথা মাথায় রেখে এই উদীয়মান তারকা শিল্পী নতুন একটি একক পরিচালনায় গান নিয়ে এসেছেন নিজের YOUTUBE OFFICIAL CHANNEL-এ যার নাম ASHBOII OFFICIAL। ASHBOII খ্যাত এই শিল্পীর খোজ নিয়ে জানা যায় তিনি হলেন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার মজিদপুর গ্রামের কৃতি সন্তান।তিনি ইংল্যান্ডের লন্ডনের বাসিন্দা।
ইতিমধ্যে টিকটক, লাইকিতে,স্নাকভিডিও এপ্স সহ সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ব্যাপক সারা পেয়েছে তাহার এই গানটি ।গানটি দেখতে চাইলে ঘুরে আসতে পারেন ASHBOII OFFICIAL ইউটিউব চ্যানেলে।