• ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথের রামপুর বাজারে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ কর্মী শাহরিয়ার হত্যা: থানায় মামলা দায়ের

admin
প্রকাশিত জুলাই ২৬, ২০২১
বিশ্বনাথের রামপুর বাজারে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ কর্মী শাহরিয়ার হত্যা: থানায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক : বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার হোসেন হত্যার ঘটনায় বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপুর বাজারে ছাত্রলীগ কর্মী শাহরিয়ার হোসেন সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হন। রবিবার (২৫ জুলাই) রাত ৮ ঘটিকার সময় বিশ্বনাথের রামপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ কর্মী শাহরিয়ার হোসেন হরিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। ছাত্রলীগ কর্মী হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরেছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রলীগ এই কর্মী হত্যার ঘটনায় খুনিদের গ্রেফতার করতে আওয়ামীলীগ নেতাকর্মী সহ এলাকার সকল মানুষ প্রতিবাদে ফুটে উঠেছে।

নিহত ছাত্রলীগ কর্মী শাহরিয়ার হত্যার ঘটনায় নিহতের পিতা আব্দুস সালাম বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৫ তারিখ ২৬/০৭/২০২১ ইংরেজি।

মামলার আসামীরা হলেন, বিএনপি নেতা বশির আহমদ, কাওছার খান, যুবদল নেতা মোঃ জসিম আহমদ সুমন, তানিমুল ইসলাম তানিম, বিএনপি নেতা তালুকদার গিয়াস উদ্দিন, খালেদ আহমদ, শাহ আমির, ছাত্রদল নেতা রাসেল আহমদ, আব্দুল আজিজ, মুজাহিদ প্রমূখ।

এ বিষয়ে গণমাধ্যমকে আওয়ামীলীগ নেতা পংকী খান বলেন, বিএনপি, যুবদল ও ছাত্রদল সন্ত্রাসীরা একত্রিত হয়ে ছাত্রলীগ নেতা শাহরিয়ারকে পরিকল্পিতভাবে হত্যা করে। রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরেই বিএনপির সন্ত্রাসীরা শাহরিয়ারকে হত্যা করেছে। আমি সকল আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।

অন্যদিকে, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান বলেন, আওয়ামীলীগের অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগ কর্মী শাহারিয়ার নিহত হয়েছে। এঘটনাকে ধামাচাপা দিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ছাত্রলীগ কর্মী শাহরিয়ার হোসেন হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।