
একুশে নিউজ ডেস্ক:: সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুবের আহমদ এর বাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা। গতকাল বৃহস্পতিবার (৫ আগষ্ট) রাত ৮ টায় স্থানীয় ১৫-২০ জন আওয়ামীলীগ কর্মীরা একত্রিত হয়ে তাহার বাড়িতে হামলা চালায় ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে। তাদের হামলায় ছাত্রদল নেতা জুবের আহমদ এর মা সেলী বেগম গুরুতর আহত হন, তাহার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। হাসপাতালে গিয়ে আমাদের সংবাদকর্মী হামলার বিষয়ে জুবের আহমদ এর বোন লিপি বেগমকে জিজ্ঞেস করলে তিনি বলেন এই হামলা পরিকল্পিত। পূর্ব বিরোধের জের ধরেই যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের নির্দেশে ছাত্রলীগ সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। তাদের ভয়ে আমরা প্রতিনিয়ত আতংকের মধ্যে থাকি। তাদের সাথে আমার ভাইয়ের রাজনৈতিক মতপার্থক্যের কারণে ষড়যন্ত্রের শিকার হয়ে জীবন রক্ষার জন্য আমার ভাই জুবের আহমদ দেশ পলাতক রয়েছেন।