• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চিরচেনা রূপে ফিরেছে নগরী, বাড়ছে যানজট

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০২১
চিরচেনা রূপে ফিরেছে নগরী, বাড়ছে যানজট

নিজস্ব প্রতিবেদক::

কঠোর বিধি-নিষেধ তুলে নেওয়ার পর সিলেটে মানুষেল চলাচল। বেড়েছে গণপরিবহন, নগরীর জিন্দাবাজার, চৌহাট্টায় বাড়ছে যানজট, সেই সঙ্গে বেড়েছে জনসমাগমও।

সব মিলিয়ে নগরী ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ।

বুধবার (১১ আগস্ট) নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। দুরপাল্লা থেকে আসা যাত্রীরা বলছেন, গণপরিবহন খুলে দেওয়ায় গন্তব্যে যাওয়া সহজ হয়েছে। এতদিন যে ভোগান্তি ছিল তাও কমে এসেছে।

সোমবার রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। করোনা সংক্রমণ রোধে সর্বশেষ কঠোর বিধিনিষেধ শেষ হলো মঙ্গলবার রাতে। বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রায় সবকিছু খুলে দেওয়া হয়েছে। আজ থেকে বিপণিবিতান, দোকানপাট, রেস্তোরাঁও খুলেছে। ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানও পুরোদমে কার্যক্রম চালু করেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান ও গণজমায়েতের স্থান বিশেষ করে বিনোদনকেন্দ্র বন্ধ রয়েছে। এর আগে, করোনা সংক্রমণ রোধে ১ জুলাই ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করে সরকার।

তবে, কুরবানির ঈদ উপলক্ষে ও জীবন-জীবিকার প্রশ্নে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। এরপর ঈদ উদযাপন শেষে ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধিনিষেধ জারি করা হয়, যা শেষ হয় ১০ আগস্ট।