• ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

সিলেট ১৪৫১ জন সাধারন আনসার সদস্যদের গুলিছুঁড়া অনুশীলন

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০২১
সিলেট ১৪৫১ জন সাধারন আনসার সদস্যদের গুলিছুঁড়া অনুশীলন

সিলেট জেলার ক্যাম্প সংস্থার অঙ্গীভূত সাধারন আনসার সদস্য-সদস্যাদের গুলিছুঁড়া অনুশীলন উদ্বোধন।

১১ আগস্ট বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন লাক্কাতুরা চা বাগানে জেলার আনসার ক্যাম্প সংস্থার ১৪৫১ জন অংগীভূত সাধারন আনসার সদস্য- সদস্যাদের পর্যায়ক্রমে তুরস্কের তৈরী শর্টগানে ২০ রাউন্ড করে গুলিছুঁড়া অনুশীলন করেন।

সিলেট রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী’র নির্দেশক্রমে গুলিছুঁড়া অনুশীলন সার্বিক কার্যক্রমে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সিলেট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন। এ সময় উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হক, সদর উপজেলা প্রশিক্ষক রূপক তালুকদার, দঃ সুরমা উপজেলা প্রশিক্ষক আব্দুল বাছিত, প্রশিক্ষিকা শিউলী বেগম ও গুলিছুঁড়া কার্যক্রমে ২ আনসার ব্যাটালিয়নের সদস্যগণ।

অনুশীলনে জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন বলেন আধুনিক আগ্নেয়াস্ত্র অনুশীলনের মাধ্যমে আনসার সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। তিনি নিষ্ঠার সাথে অনুশীলনের কথা উল্লেখ করেন। আগামীতে আনসার ভিডিপি সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন কালে সকলেই আধুনিক আগ্নেয়াস্ত্র শর্টগান ব্যবহার করতে পারবে বলে জানান।