
স্টাফ রির্পোটার :: সিলেটের বিশ্বনাথ উপজেলার পনাউল্লাহ বাজারে যুবলীগ কর্মী আমির হোসেন হত্যার ঘটনায় বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, বিশ্বনাথ উপজেলার পনাউল্লাহ বাজারে যুবলীগ কর্মী আমির হোসেন নির্মমভাবে নিহত হন। মঙ্গলবার (১০ আগষ্ট) আনুমানিক সন্ধ্যা ৭টায় বিশ্বনাথ পনাউল্লা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন বিশ্বনাথ উপজেলার বড়তলা গ্রামের মফিজ আলীর ছেলে। আমির হোসেন হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমির হোসেন হত্যার ঘটনায় খুনিদের গ্রেফতার করতে বিশ্বনাথে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিবাদে ফুটে উঠেছে।
নিহত আমির হোসেন হত্যার ঘটনায় নিহতের পিতা মফিজ আলী বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২০ তারিখ ১১/০৮/২০২১ ইংরেজী।
মামলার আসামীরা হলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহমদ, তানিমুল ইসলাম তানিম, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লায়েছ আহমদ, ছাত্রদল নেতা তাজুল ইসলাম সাজু, আবুল লেইছ, ছাত্রদল নেতা হুসাইন আহমেদ প্রভেল, সাইফুল ইসলাম কোরেশী, আব্দুর রহমান খালেদ, প্রমূখ।
মামলার বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমির হোসেন হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।