
একুশেনিউজ ডেস্ক::
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, করোনা মহামারিতে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। সেই সংকট দূর করার লক্ষ্যে ইসলামী আন্দোলনের উদ্যোগে সিলেটে ফ্রি অক্সিজেন সেবা চালু করা হয়েছে। স্বেচ্ছাসেবকরাও প্রস্তুত রয়েছেন। যখনই যেখানে প্রয়োজন সেখানে অক্সিজেন সেবা দেওয়া হবে। করোনা শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেটসহ গোটা দেশে দাফন-কাফন, সৎকার, রোগীদেও চিকিৎসা সেবা, প্লাজমা সংগ্রহ কাজে সর্বদা নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও থাকবে-ইনশাআল্লাহ। করোনার ক্রান্তিলগ্নে ইসলামী আন্দোলন সব সময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি থানা ও ওয়ার্ডের সকল নেতাকর্মীদের দুঃস্থ ও মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট কোতোয়ালী থানা শাখার উদ্যোগে শুক্রবার (১৩ আগষ্ট) রাত ১০টায় বন্দরবাজারস্থ সংগঠনের থানা কার্যালয়ে এক মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
থানা সভাপতি মো. মনির হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ ফোরকান আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট কোতোয়ালী থানা শাখার উপদেষ্টা মোঃ ছিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মুহা. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর মিয়া, জয়েন্ট সেকেটারী মো. নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. কামাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসাইন, সহ-প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. ইয়াছিন আহমদ, সহ অর্থ সম্পাদক মো. গোলাপ মিয়া, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ সুহেল আহমদ শিক্ষা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. মধু মিয়া, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মো, ইসমাইল আলী প্রমুখ।