• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জের খাগাইল গ্রামে পূর্ব বিরোধীদের জেরে নিহত ১, থানায় মামলা দায়ের

admin
প্রকাশিত আগস্ট ১৪, ২০২১
গোলাপগঞ্জের খাগাইল গ্রামে পূর্ব বিরোধীদের জেরে নিহত ১, থানায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার খাগাইল গ্রামে গত ১২ আগষ্ট ২০২১ তারিখে রাত সাড়ে ১০টায় দিকে পূর্ব শত্রুতার জেরে যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। খবর সূত্রে জানা যায় যে, খাগাইল গ্রামের শমস উদ্দিনের পরিবারের সাথে একই গ্রামের মোঃ মহিবুর রহমানের পরিবারের সাথে দীর্ঘদিন হইতে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলিয়া আসতেছে। ঘটনার দিন বিকালে একই এলাকার কামরুল আমিনের সাথে গিয়াস উদ্দিনের স্থানীয় বাজারে মোটরসাইকেলে ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটির জেরে এই হত্যাকান্ড হয়েছে।

এ বিষয়ে নিহতের বড় ভাই শমস উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আসামিগণ পূর্ব শত্রুতার জেরে তার ভাইকে একা পেয়ে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে নির্মমভাবে হত্যা করে। এ বিষয়ে তিনি গোলাপগঞ্জ থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৪৩, তারিখ-১৩/০৮/২১ ইংরেজি।

মামলার আসামিরা হলেন, কামরুল আমিন, মোঃ জাবেদ আহমদ, রহমত আলী, জাহেদ আহমদ, আতিকুর রহমান সহ অজ্ঞাতনামা ২/৩ জন।

এ হত্যাকাণ্ডের বিষয়ে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার বিষয়ে মামলা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।