
একুশেনিউজ ডেস্ক::
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর উদ্যোগে নানাবিধ কর্মসূচী পালন করা হয়।
রোববার ভোর ৬টায় জাতীয় পতাকা অর্ধনমিত করেন। পরে কালো ব্যাচ ধারণ করে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কার্যালয়ে এক শোক সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম। শুরুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন অতিথিবৃন্দ। শোক সভায় সিলেট জেলায় অবস্থিত সকল ঔষধ উৎপাদনকারীর প্রতিষ্ঠান ও বিপণনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকল অতিথিবৃন্দের সাথে নিয়ে অফিস কক্ষে বঙ্গবন্ধু কর্ণারের শুভ উদ্বোধন করা হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে পল্লবী গেইটে মাস্ক ও গরীব-অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আইডিসি ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুর মনাফ, সহ-সভাপতি হারুন রশিদ, সাধারণ সম্পাদক সৈয়দ রাহেল আহমদ, আব্দুল হাসিব, শাকিল আহমদ প্রমুখ।