• ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

শোক দিবসে সিলেটে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শ্রদ্ধাঞ্জলি অর্পন

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১
শোক দিবসে সিলেটে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শ্রদ্ধাঞ্জলি অর্পন

একুশেনিউজ ডেস্ক::
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটি ও সিলেট জেলার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়েছে।

রোববার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে সিলেট জেলা প্রশাসক কার্য্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক এইচ আর শাকিল, যুগ্ম আহবায়ক ও মহানগরের সাবেক সদস্য সচিব সাইফুর খন্দকার রানা, জেলা শাখার সহ-সভাপতি ও বিভাগীয় কমিটির সদস্য সৈয়দ মুত্তাকিম আলী, জেলার সহ-সভাপতি রুনু চক্রবর্তী, সাধারণ সম্পাদক ও বিভাগীয় কমিটির সদস্য সেবুল আহমদ সাগর, মহানগর শাখার সাবেক যুগ্ম আহবায়ক ও বিভাগীয় কমিটির সদস্য অপরেশ দাশ অপু, জেলার সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ।