• ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে শোক আর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১
সিলেটে শোক আর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক::
শোক আর বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে সিলেটবাসী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণ করছেন।

আজ রোববার (১৫ আগস্ট)সিলেট নগরীরসহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে শোক দিবসের কর্মসূচিতে অংশ নিচ্ছেন মানুষ।

স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট জেলা প্রশাসক কার্যালয়স্থ বঙ্গবন্ধুর ম্যুরাল ও জেলা পরিষদ কার্যালয়ে জমায়েত হন নানা শ্রেণিপেশার মানুষ। নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন বয়সী মানুষ এসেছিল ফুল হাতে। সর্বত্র বিরাজ করে শোকের আবহ।

সকাল থেকে সিলেট নগরীর ও জেলার উপজেলাগুলোতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এদিকে জাতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত ও অভিশপ্ত এই দিনটিকে বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে রোববার ভোর থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে জমায়েত হতে থাকেন।

সকাল সাড়ে আটটা থেকে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিলেট মেট্রোপলিটন পুলিশ,সিলেট মহানগর আওয়ামীলীগ,ইমজা।

অপরদিকে জেলা পরিষদ প্রাঙ্গণে,জেলা পরিষদের নেতৃবৃন্দ, সিলেট জেলা আওয়ামীলীগ, সিলেট জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ,জেলা তাঁতীলীগসহ আরও বিভিন্ন সংগঠন। তাদের সবার মধ্যে ছিল শোকের আবহ। সবাই মুখে মাস্ক দিয়ে ও স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচিতে অংশ নেন।

এ ছাড়াও সিলেটের বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।