• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এসএমপির ৬ ট্রাফিক পুলিশকে শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার প্রদান

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২১
এসএমপির ৬ ট্রাফিক পুলিশকে শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার প্রদান

নিজস্ব প্রতিবেদক::
সিলেট মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের উদ্যোগে সাপ্তাহিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে সর্বোচ্চ সেবাদানকারী কর্মকর্তাকে সাপ্তাহিক শ্রেষ্ঠ অফিসারের পুরুস্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ আগষ্ট) সকাল এক ট্রাফিকের ডিসি ফয়সল মাহমুদের কার্যালয়ে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, সার্জেন্ট মোঃ নুরুল আফসার ভূইয়া, সার্জেন্ট সুবীর তালুকদার, সার্জেন্ট জয়ন্ত চন্দ্র দাস, সার্জেন্ট পাংকু তালুকদার, সার্জেন্ট নুরুল হুদা মোড়ল, টিএসআই মোঃ ওয়াহেদুর রহমান।

পুরস্কার প্রদান কালে ট্রাফিকের ডিসি ফয়সল মাহমুদ ডিসি বলেন, এ কার্যক্রমের ফলে অফিসারগণের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি পাবে এবং অফিসারগণ তাদের কাজে আরো প্রাণবন্ত ও গতিশীল হবেন। সাপ্তাহিক কার্যক্রম পর্যালোচনার ভিত্তিতে এ সপ্তাহে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ৬ জন ট্রাফিক সদস্যকে পুরুস্কৃত করা হয়। তিনি- আরো দক্ষতা, নিষ্ঠা আর সহযোগিতার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের জন্য সকল ট্রাফিক সদস্যদের প্রতি আহব্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, এডিসি (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার পিপিএম, টিআই মোঃ কামাল হোসেন টিআই।