নিজস্ব প্রতিবেদক::
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৩৫৭ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৯১৯ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭৪৫ জন, সুনামগঞ্জে ৬১ জন, হবিগঞ্জে ৪৪ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৯ জন মারা গেছেন।
নতুন শনাক্ত হওয়া ৩৫৭ জনের মধ্যে ২৬৪ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ২৪ জন, হবিগঞ্জের ৩৭ জন এবং মৌলভীবাজার জেলার ৩২ জন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৬২৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩০ হাজার ৯৩১ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৬৭৫ জন, হবিগঞ্জে ৫ হাজার ৯৩৬ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৮৬ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৩৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩২ জন এবং মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৫৩৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৪২১ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৪৪ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪০ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ২৯ জন চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘন্টায় সিলেটে ৭৫৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৪২০ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ১২৩, হবিগঞ্জ জেলার ৭৮ জন এবং মৌলভীবাজার জেলার ১৩৭ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ৩৭ হাজার ৭৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৫ হাজার ৪০৮ জন, সুনামগঞ্জে ৪ হাজার ২৪৭ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৯০৬ জন ও মৌলভীবাজারে ৫ হাজার ২৩৪ জন সুস্থ হয়েছেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302