• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শাহজালাল মাজারে বঙ্গবন্ধুর পরিবারসহ সকল শহীদের জন্য দোয়া করলেন নিখিল

admin
প্রকাশিত আগস্ট ১৮, ২০২১
শাহজালাল মাজারে বঙ্গবন্ধুর পরিবারসহ সকল শহীদের জন্য দোয়া করলেন নিখিল

একুশেনিউজ ডেস্ক::
সিলেটে হযরত শাহ জালাল (রহ.) ও হযরত শাহ পরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

এসময় কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বুধবার সকালে তিনি দুই ওলির মাজার জিয়ারত করেন। এর আগে তিনি দুই দিনের সাংগঠনিক সফরে মঙ্গলবার বিকালে সড়কপথে সিলেট এসে পৌঁছান।

মাজার জিয়ারতকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি), সাধারণ সম্পাদক মো.শামীম আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদা।

এসময় জেলা ও মহানগর যুবলীগের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এদিকে দুই দিনের সফরের মধ্যে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমা, বালাগঞ্জ উপজেলায় যুবলীগের উদ্যোগে আয়োজতজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আজ দুপুরে সিলেট মহানগর যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ও বিকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের শোক সভায় বক্তব্য রাখবেন।