• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হেফাজত আমীরের মৃত্যুতে জমিয়তের শোক

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০২১
হেফাজত আমীরের মৃত্যুতে জমিয়তের শোক

একুশেনিউজ ডেস্ক::
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলূম ময়নুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক, দেশের বিখ্যাত আলেম আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়েখ জিয়া উদ্দিন, সহ-সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহা উদ্দিন জাকারিয়া, সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা মোশাহিদ আলী, সহ-সভাপতি মাওলানা মহিউল ইসলাম বুরহান, শায়খুল হাদীস মুফতি মুজিবুর রহমান, মাওলানা ফয়জুল হাসান খাদিমানি, মাওলানা আতাউর রহমান, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক ক্বাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ আব্দুল খালিক, কেন্দ্রীয় সদস্য মাওলানা নজরুল ইসলাম, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমদ ক্বাসেমী, দপ্তর সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, জেলা যুব জমিয়তের সভাপতি মুফতি এবাদুর রহমান, মহানগর সভাপতি মুহাম্মদ কবির আহমদ প্রমুখ।

বৃহস্পতিবার (১৯ আগষ্ট) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে দেশবাসী একজন জাতির রাহবর ও মুসলিম উম্মাহর দরদীকে হারালো। তিনি কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি সারাজীবন ইসলাম, মুসলমান ও জাতির খেদমত করে গেছেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত এবং শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা যেন আল্লামা জুনায়েদ বাবুনগরীকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মোকাম দান করেন- আমিন।