
একুশেনিউজ ডেস্ক::
সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরীর গ্রেফতারে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং অবিলম্বে মুক্তি দাবি করেছেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার দুঃশাসনের চরম সীমা লংঘন করেছে। দেশের মানুষ শান্তিতে নেই। বিরোধী দলীয় নেতাকর্মীদের রাতে ঘুম নেই। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীকে হয়রানি ও গ্রেফতার নিত্য নৈমিত্তিক ব্যাপার। তারই ধারাবাহিকতায় আজ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম এডভোকেট মাওলানা রশীদ আহমদের জানাজা শেষে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এই গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তি দাবি করেন। এবং গণতন্ত্রের মাতা,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ন্যায়বিচার কামনা করছি ও মুক্তি দাবি করছি।