
একুশেনিউজ ডেস্ক::
সিলেট রেলওেয়ে ষ্টেশনের ৩নং প্লাটফর্মে দন্ডায়মান যাত্রী কুলাউলার আবুল কালামের স্ত্রীর ভ্যানিটি ব্যাগ থেকে ২১ভরি স্বর্ণ অলংকার চুরির ঘটনায় মূল হোতা সুমি সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গত মঙ্গলবার সকাল ১০টায় চুরির এ ঘটনা ঘটে। সিলেটে একটি বিয়েতে আসেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আবুল কালাম তার স্ত্রী ও দুই মেয়েয়। বাড়ি ফেরার পথে রেলওয়ে স্টেশনে ২১ ভরি স্বর্ণ হারিয়ে যায়। যার মূল্য প্রায় ১৪লক্ষ টাকা।
পরে এ ঘটনায় অভিযোগ দায়ের করেন আবুল কালাম। সিলেট রেলওয়ে পুলিশ আবুল কালামের অভিযোগে তদন্তকারী সাব ইন্সপেক্টর পলাশ চন্দ্র ঘোষ রেলওয়ের সিসি ফুটেজ অনুসন্ধান করে সুমী সিন্ডিকেট চুর চক্রের সন্ধান পায়। তদন্ত কর্মকর্তা সুকৌশলে রেলওয়ের আশপাশ খোঁজখবর নিয়ে পেশাদার চোর মালা ও সুমির পরিবারের সন্ধান মিলিয়ে চোর সুমী, সুমির স্বামী রাব্বি ও তাহাদের সঙ্গী চোর ইউসুফ এবং সাইফুলকে গ্রেফতার করে আদালতে রিমান্ডে জন্য আবেদন করলে গতকাল মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন ২য় আদালতের বিচারক সুমন ভূঁইয়া ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইউসুফ ছাড়া বাকী সবাইকে রিমান্ড দেওয়া হয়। ইউসুফ অপ্রাপ্ত বয়স হওয়ায় তাকে রিমান্ডে নেওয়া হয়নি।
তদন্ত কর্মকর্তা পলাপ চন্দ্র ঘোষ জানান, চোর চক্রের মূল সুমীকে গ্রেফতারের পর তার কাছ থেকে চুরি হওয়া একটি আংটি উদ্ধার করার হয়। আশা করছি আদালতে রিমান্ড মঞ্জুর হওয়ায় চুর চক্রের কাছ থেকে জিজ্ঞাসায় স্বর্ণ অলংকার উদ্ধার হওয়ার সম্ভবনা রয়েছে।