• ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

সিলেটের ৩ মসজিদে করাল ও মশারি দিয়েছেন ফারমিস আক্তার

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০২১
সিলেটের ৩ মসজিদে করাল ও মশারি দিয়েছেন ফারমিস আক্তার

একুশে নিউজ ডেস্ক:: সিলেটের ৩ মসজিদে লাশ ধৌত করার করাল, মশারি ও চান্দোয়া প্রদান করেছেন ফারমিস আক্তার।
আজ বৃহস্পতিবার (২৬ আগষ্ট) নগরীর মিরের ময়দানে ফারমিস গার্ডেনের সামনে তিনি তিন মসজিদের মোতাওয়াল্লী এসব জিনিসপত্র সমজিয়ে নেন।

মসজিদগুলো হলো: গুরুকসি মাদ্রাসা মসজিদ গোয়াইনঘাট, মিনাল মহল জামে মসজিদ কুলাউড়া ও দোয়রা থানার দোহালিয়া ইউনিয়নের জীবনপুর জামে মসজিদ।

এছাড়াও ফারমিস আক্তার জনমানুষের কল্যাণে দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন।