
একুশেনিউজ ডেস্ক::
সিলেটে সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের ঘোষিত কমিটি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, তৃণমূল নেতৃবৃন্দের পদত্যাগসহ বিভিন্ন বিষয় নিয়ে বিএনপির নেতাদের নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ আগষ্ট) দুপুরে নগরীর একটি হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায়, সিলেটের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করেন রাজনৈতিক নেতৃবৃন্দ। আলোচনা শেষে বিস্তারিত বিষয়াদি তুলে ধরতে আগামী সোমবার (৩০ আগষ্ট) বিকাল ৩টায় নগরীর একটি হলরুমে এক সংবাদ সম্মেলনের ডাক দেন নেতৃবৃন্দ।
সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব শেখ মখন মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা সেলিম আহমদ, মহানগর বিএনপির সহ সভাপতি সুদ্বীপ রঞ্জন সেন বাপ্পু, মহানগর বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ দৌলত, সহ তাঁতী বিষয়ক সম্পাদক হাজী শওকত আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য নাজিম উদ্দিন লস্কর, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মিনহাজ উদ্দিন মুসা, জেলা বিএনপির সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা জাসাসের আহ্বায়ক জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আহমদ রানু, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জয়নুল হক, বিএনপি নেতা আব্দুল গফফার, জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মতিউল বারী খুর্শেদ, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ মাসুম, জেলার সাংগঠনিক সম্পাদক রায়হান এইচ খান, মহানগর বিএনপির সহ প্রচার সম্পাদক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, জেলা বিএনপির সহ স্বেচছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল হক বেলাল, বিএনপি নেতা খসরু মিয়া প্রমুখ।