• ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

স্বেচ্ছাসেবক দলের আরো দুই নেতার পদত্যাগ

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০২১
স্বেচ্ছাসেবক দলের আরো দুই নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক::
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক হওয়া সত্ত্বেও তার মতামত ও পরামর্শ উপেক্ষা করে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করায় পদত্যাগ করেছেন অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।

এরই ধারাবাহিকতায় এবার গতকাল বুধবার কমিটিতে তৃণমূলের নেতাদের মূল্যায়ন না করা, ত্যাগী নেতাদের অপমান ও অপদস্থ করায় সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার স্বেচ্ছাসেবক দলের শতাধিক দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা পদত্যাগ করেন।

এরপর আজ বৃহস্পতিবার (২৬ আগষ্ট) পদত্যাগ করেছেন জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন ও সিনিয়র যুগ্ম আহবায়ক জি এম সুমন পদত্যাগ করেন।

তারা বলেন, গত ১৭আগস্ট সিলেট মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। ঘোষিত কমিটিতে তৃনমুলের বিভিন্ন পর্যায়ের নেতাদের যথাযত মূল্যায়ণ করা হয় নি, তৃণমুল নেতৃত্বের প্রতিফলন ঘটেনি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমন্বয়ের মাধ্যমে কমিটি গঠনের জন্য বার বার বললেও দায়িত্বশীলরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কথায় কর্ণপাত করেন নি। সেজন্য তারা পদত্যাগ পত্র জমা দেন।

তারা বলেন, দলে ত্যাগী, পরীক্ষিতদের মূল্যায়ণ নেই বরং যোগ্যদের বেছে বেছে ‘অপদস্ত’ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ পদ-পদবি দিয়ে সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে অযোগ্যদের হাতে।