• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আলী সোহাইল নিজ ইউনিয়নে সংবর্ধিত

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০২১
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আলী সোহাইল নিজ ইউনিয়নে সংবর্ধিত

একুশেনিউজ ডেস্ক::
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির সদস্য মোঃ আলী সোহাইলকে নিজ ইউনিয়নে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত ৮ টায় খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নে মোঃ আলী সোহাইল এর বাড়িতে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের সভায় সভাপতিত্ব করেন খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক লায়েছ আহমেদ।

বিশ্বনাথ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম কয়েছ আহমেদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মাওলানা আবুল বাশার মোহাম্মদ ফারুক।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সদস্য আব্দুল লতিফ, জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আহমেদ মুবাচ্ছির জহির, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম কোরেশী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নিরব আহমদ সিজিল, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, লিয়াকত আলী, ইসমাইল আলী, জমশেদ আলী, ফরিদ আলী নিজামুদ্দিন, জালাল উদ্দিন ইমাদ উদ্দিন, জিল্লুর রহমান প্রমুখ

প্রধান অতিথির বক্তবে মাওলানা আবুল বাশার বলেন, অবৈধ ভাবে ক্ষমতায় বসে ইতিহাস বিকৃত করার চর্চায় নির্লজ্জতা প্রদর্শন করছেন প্রধানমন্ত্রী।

সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা ও মহানগর দুটি শক্তিশালী কমিটি অনুমোদন করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন আগামী দিনে দেশমাতা বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সহ গণতন্ত্রের মুক্তি ও গুম হওয়া গণমানুষের নেতা এম ইলিয়াস আলী ও গাড়ির ড্রাইভার আনসার আলীর মুক্তির সকল যৌক্তিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে।

উপস্থিত নেতৃবৃন্দ এ সময় তাদের ইউনিয়নের সন্তান মোহাম্মদ আলী সোহাইল কে জেলা শাখার সদস্য নির্বাচিত করায় স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।