• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে পানিতে ডুবে যুবকের মর্মান্তিক মৃত্যু

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০২১
গোলাপগঞ্জে পানিতে ডুবে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:: গোলাপগঞ্জে পুকুরের পানিতে ডুবে তানিম আহমেদ (২১) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ আগস্ট) রাতে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা গ্রামের নজরুল মিয়ার পুকুরে গোসল করতে এসে পানিতে ডুবে এ মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহত তানিম আহমদ ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল গ্রামের সুবহান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জান যায়, সন্ধ্যায় মাঠে খেলা শেষে কয়েকজন যুবক লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা গ্রামের নজরুল মিয়ার পুকুরে গোসল করতে নামেন। এসময় একজন যুবক পানিতে ডুবে যাচ্ছে দেখে নিহত তানিম আহমদ ওই যুবককে উদ্ধার করতে পানিতে নামে।

ওই যুবককে বাঁচালেও তানিম পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তানের সন্ধান না পাওয়ায় স্থানীয়রা গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরআ এসে তানিমের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে।