• ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেটে একদিনে করোনা আক্রান্ত ৮০ জন, মৃত্যু ৮

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০২১
সিলেটে একদিনে করোনা আক্রান্ত ৮০ জন, মৃত্যু ৮

নিজস্ব প্রতিবেদক:: সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৮০ জন। একই সময় সুস্থ হয়েছেন ১৪৭ জন আর মৃত্যু হয়েছে মাত্র ৮ জনের। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিদিনের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯০০ টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ৮ দশমিক ৮৯ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ৬ দশমিক ৭০ শতাংশ, সুনামগঞ্জে ১৩ দশমিক ৩৩ শতাংশ, হবিগঞ্জে ১৪ দশমিক ৪৬ শতাংশ এবং মৌলভীবাজারে ১৮ শতাংশ।

নতুন করে করোনা আক্রান্ত ৮০ জনের মধ্যে ৪৬ জন সিলেট জেলার বাসিন্দা। সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজার জেলার ১৮ জন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫২ হাজার ৮৯৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট ৩২ হাজার ৬০৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৮৫ জন, হবিগঞ্জে ৬ হাজার ৪৫৫ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৭৪৫ জন রয়েছেন।

একই সময়ে সিলেটে ১৪৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১০২ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৬ জন, হবিগঞ্জের ১৩ জন ও মৌলভীবাজার জেলার ২৫ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ৪৩ হাজার ৪৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৯ হাজার ২৫৯ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৭৬৯ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৩৮১ জন ও মৌলভীবাজারে ৬ হাজার ৬৯ জন সুস্থ হয়েছেন।

একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ৬৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৭৭ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।

এদিকে একই সময়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের ১২ জনই সিলেট জেলায়।

এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৪৬৬ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৩৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৯ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ২১ জন চিকিৎসাধীন আছেন।