একুশে নিউজ ডেস্ক:: আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১২৫ তম শুভ আবির্ভাব তিথি ব্যাসপূজা মহোৎসব পালিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগষ্ট) সিলেট নগরীর যুগলটিলা ই
সকন মন্দিরে ১২৫ পাউন্ড ওজনের কেক কাটার পাশাপাশি শ্রীল প্রভুপাদের জীবনের নানা দিক নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের মধ্যে ছিল, সকাল সাড়ে ৭ টায় শ্রীল প্রভুপাদ গুরুপুজা, সকাল ৮টায় শ্রীমদ্ভাগবত পাঠ, সকাল ৯ টায় শ্রীমদ্ভগবদগীতা পারায়ণ ও শ্রীল প্রভুপাদের জীবনী-গ্রন্থ পাঠ, সকাল ১০টায় শ্রীল শ্রভুপাদের মহা-অভিষেক অনুষ্টান, সাড়ে ১২টায় আরতি নিবেদন ও শ্রীল প্রভুপাদের চরণকমলে ১০২৫ লাল গোলাপ নিবেদন ইত্যাদি। পৃথক আয়োজনে সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।
ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিকিসের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী, ইসকন হবিগঞ্জ মন্দিরের অধ্যক্ষ ঔধার্য্য গৌর দাস ব্রহ্মচারী, ইসকন বাংলাদেশের সিনিয়র বৈষ্ণব বিহারী কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডনেটর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী, ইসকন সিলেট শ্রীচৈতন্য ইনন্সিটিউটের পরিচালক সংকীর্তন নিতাই দাস ব্রহ্মচারী প্রমুখ। ব্যাসপূজা উৎসবে ১০২৫ পদের ভোগ অর্পণ করা হয়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302