• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২১
ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ছাতক প্রতিনিধি:: ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে ঘটেছে। নির্মাণ শ্রমিক মিজানুর রহমান (২২) উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ধর্ভপুর গ্রামের মন্তার আলী মদনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান গোবিন্দগঞ্জে রাজ্জাক ম্যানশনে রাজমিস্ত্রির কাজ শেষ করে মোটরের সাহায্যে পানি তুলে গোসল করছিলো । এ সময় অসাবধানতা বশত: বিদ্যুতের তার গায়ে লেগে আহত হয় সে। গুরুতর আহত অবস্থায় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে উপ-পরিদর্শক মহিন উদ্দিনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে