একুশেনিউজ ডেস্ক::
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির কার্যালয়ের উন্নয়নে এগিয়ে এলেন গোলাপগঞ্জ উপজেলার সাবেক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সালাউদ্দিন শিপার। কার্যালয়ের সৌন্দর্যবর্ধনে তিনি আর্থিক অনুদান দিয়েছেন।
গত মঙ্গলবার আর্থিক অনুদান আনুষ্ঠানিকভাবে তুলে দেন এসোসিয়েশনের সভাপতি শেখ নাসির ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বির কাছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, ক্রীড়া সম্পাদক মো: আবু বকর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইদ্রীস আলী, সদস্য মামুন হাসান,সংকর দাশ, আব্দুল বাতিন ফয়সল,মাহমুদ হোসেন, রেজা রুবেল,সহযোগি সদস্য মো: আজমল আলী প্রমুখ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302