নিজস্ব প্রতিবেদক:: সিলেটে পৃথক অভিযানে ৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা ৪ জনই মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (৩১ আগস্ট) সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাবের একটি দল সিলেট নগরীর লালদিঘীরপাড় এলাকা থেকে মো. মোফাজ্জল হোসেন (৩০)-কে গ্রেফতার করে। তিনি হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার পশ্চিমবাগ গ্রামের বজলুর রহমানের ছেলে। গ্রেফতারকালে তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল জব্দ করে র্যাব। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
অপরদিকে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে র্যাবের একটি দল সিলেট শহরতলির সালুটিকর এলাকার থেকে আমির উদ্দিন (৪৮) ও মো. মখদ্দছ আলী (৪৫) নামে দুজনকে গ্রেফতার করে। আমির উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের ছেলে ও মখদ্দছ আলী একই গ্রামের মৃত মফিজ আলীর ছেলে। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে র্যাব। পরে তাদের সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার র্যাবের একটি দল সুনামগঞ্জ পৌরসভার ষোলঘর এলাকা থেকে মো. রেজান মিয়া (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে। রেজান সুনামগঞ্জ সদর থানার বাধনপাড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে। গ্রেফতারকালে তার কাছ থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র্যাব। পরে তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।