• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হাজী আব্দুল কুদ্দুসের পরিবারের সাথে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের সাক্ষাত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২১
হাজী আব্দুল কুদ্দুসের পরিবারের সাথে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের সাক্ষাত

একুশে নিউজ ডেস্ক:: দক্ষিণ ছাতক উপজেলা বাসস্তবায়ন পরিষদের সম্মানিত সহ-সভাপতি, হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এবং যুক্তরাজ্যসহ দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক হাজী জামাল উদ্দিন মকদ্দুসের বড় ভাই আব্দুল কুদ্দুসের পরিবারের সাথে সাক্ষাত করেছেন দক্ষিণ ছাতক উপজেলা বাসস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন ও তাদের সান্তনা দেন। এ সময় তাহার এলাকায় সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ডে অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এসময় তাহার মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের সম্মানিত সভাপতি আ.ন.ম.ওহিদ কনা মিয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ছাতক সমিতির সভাপতি অধ্যাপক খসরুজ্জামান, দক্ষিণ ছাতক উপজেলা বাসস্তবায়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামন সেলিম, পরিষদের অর্থ সম্পাদক এটিএম তারেক, যুগ্ন সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, মোঃসফিক মিয়া, পিয়ার আলী মেম্বার, সাংবাদিক আবু জাবের প্রমুখ।

পরিবারের পক্ষে ছিলেন মজম্মিল মিয়া, আতিকুর রহমান আতিক।