একুশে নিউজ ডেস্ক:: আগামীকাল রোববার (৫ সেপ্টেম্বর) থেকে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল। এয়ার বাবল চুক্তির আওতায় উড়োজাহাজ আসা-যাওয়া করবে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বাংলাদেশ বিমানও শুক্রবার রাতে ভারতে ফ্লাইট পরিচালনার নতুন সূচি ঘোষণা করেছে। পাশাপাশি ইউএস-বাংলাও প্রস্তুতির কথা জানিয়েছে।
বেবিচক জানিয়েছে, ভারত থেকে আসা যাত্রীরা ‘বিজনেস ভিসা’ নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। আসার পর তাঁদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত তাদের তিনটি এয়ারলাইনসকে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে প্রতি সপ্তাহে স্পাইস জেট তিনটি এবং ইনডিগো ও এয়ার ইন্ডিয়া দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।
বাংলাদেশ বিমান জানায়, ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে তারা। ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে দুই দিন মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে। পাশাপাশি ৮ সেপ্টেম্বর থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুই দিন রবিবার ও বুধবার বিমানের ফ্লাইট পরিচালনা করা হবে।
বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা জানায়, ঢাকা-চেন্নাই-ঢাকা গন্তব্যে রোববার ফ্লাইট শুরু হবে। এয়ার বাবল চুক্তি হচ্ছে, এক গন্তব্য থেকে আরেক গন্তব্য সরাসরি ফ্লাইট। মাঝে কোথাও ট্রানজিট হবে না।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302