নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় কার ও মোটরবাইকেল সংঘর্ষে একজন নিহত ও অপরজন গুরুতরভাবে আহত হয়েছেন। হাউজিং এস্টেট পাঁচ নং লেনে প্রবেশ মুখে এই দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয়রা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে এদের মধ্যে সাব্বির আহমেদ (২৩) নামের একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তাররা।
নিহত সাব্বির সৈয়দপুর গোয়ালগাও নিবাসী মৃত আশিক মিয়ার ছেলে। মোটরসাইকেল আরোহী আহত যুবক হলেন সুনামগঞ্জ জগন্নাথপুর ভবানীপাড়া ইউনিয়নের মৃত সৈয়দ আরজু মিয়ার ছেলে আলী হোসেন রাজু (৩০)। তিনি নগরীল মিরাবাজার খাড়পাড়ায় থাকেন।
এদিকে, দুর্ঘটনাকবলিত কারটির চালক হাউজিং এস্টেট পাঁচ নং লেনের ২৯ নং বাসার বাসিন্দা আব্দুল বাছিত চৌধুরী (৪৭)। মুখোমুখি দুর্ঘটনায় তিনিও আহত হন।
দুর্ঘটনার পরে আম্বরখানা পুলিশ ফাড়ির ইনচার্জ মফিজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত বারোটার দিকে হাউজিং এস্টেট ভেতরের গলি দিয়ে পাঁচ নং লেন হয়ে দ্রুত বেগে দুই যুবক মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এ সময় হাউজিং এস্টেট কার (যার নং ঢাকা মেট্রো ১৪৫৬৮৮) চালিয়ে পাঁচ নং গলিতে ঢুকছিলেন ওই এলাকার বাসিন্দা আব্দুল বাছিত চৌধুরী। এসময় মোটরসাইকেল ও কারের মধ্যে সংঘর্ষ ঘটে এবং মোটরসাইকেল আরোহী দুজনেই ছিটকে পড়েন। এসময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং কারের সামনের অংশও ক্ষতিগ্রস্থ হয়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302