• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আব্দুস শহিদের দাফন সম্পন্ন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২১
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আব্দুস শহিদের দাফন সম্পন্ন

একুশে নিউজ ডেস্ক:: সিলেট নগরীর গোলাপবাগ শিবগঞ্জ ১৩/৩ নিবাসী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযাদ্ধা আলহাজ্ব মো: আব্দুস শহিদ এর রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৩০মিনিটে গোলাপবাগ বোরহানবাগ জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়।

রাষ্ট্রীয় সম্মাননা শেষে বাদ আছর গোলাপবাগ বোরহানবাগ জামে মসজিদে মরহুমের নামাজের জানাযা শেষে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দাফন সম্পন্ন করা হয়।

রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন ইমরুল ইসলাম এডিএম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সিলেট, আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, বীর মুক্তিযোদ্ধা অনন্ত দাশ, বীর মুক্তিযোদ্ধা সুয়েব আহমদ, বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া, বীর মুক্তিযোদ্ধ টেনাই উল্লাহ (আব্দুর রহিম), সভাপতি সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডা ও সিলেট মহানগর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু প্রমুখ।