
ডেস্ক রিপোর্ট::
গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য জাহিদ হোসেনের বাড়িতে তল্লাশী চালিয়েছে পুলিশ। শনিবার, ১৮ সেপ্টেম্বর বিকাল ৩টার দিকে পুলিশ তাদের বাড়িতে তল্লাশী করে। পুলিশ বাড়িতে জাহিদ হোসেনকে না পেয়ে বাড়ির লোকজনের সাথে খারাপ আচরণ করে। এমনকি জাহিদকে পুলিশে তুলে না দিলে পরিবারের সদস্য যে কাউকেই গুম করে ফেলবে বলে জানায় পুলিশ।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলবাডিন আহমদ বলেন, জাহিদ হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করতেই অভিযান চালিয়েছে।