নিজস্ব প্রতিবেদক:: সিলেট মহানগরীর এয়াপোর্ট থানা এলাকায় অবৈধভাবে টিলাকাটার দায়ে গোপাল চন্দ্র পাল (২৫) নামের জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে কালাগুল পাইকপাড়া এলাকার মিন্টু চন্দ্র পালের ছেলে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের জানান- টিলাকাটার খবর পেয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকিরের নির্দেশনায় একদল পুলিশ কালাগুল এলাকায় উপস্থিত হয়ে গোপাল চন্দ্র পাল (২৫) নামের ওই যুবককে আটক করেন। পরবর্তীতে পরিবেশ অধিদপ্তর সিলেট অফিসে খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা পরিবেশ সংরক্ষণ আইনে তাকে জরিমানা করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302