স্টাফ রির্পোট :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচনে আলোচিত অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতে দুপুর ১২ টায় মহানগর দায়রা জজ মুমিনুন নেছা জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন। ঘোষিত রায়ে ১ নং মোল্লারগাওঁ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক (১) মোঃ আব্দুল আহাদ কে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৪ ও ১৯ (ক) ধারায় বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় ১৪ (চৌদ্দ) বছরের সশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড, এবং ২ নং বরইকান্দি ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক (২) জাসিম ও দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সদস্য (৩) সায়েম কে উক্ত ধারায় দোষী সাব্যস্থ করিয়া ১০ (দশ) বছরের সশ্রম কারাদণ্ড ও চল্লিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।
আদালতের এই রায় সম্পর্কে বিএনপি নেতা তৎকালীন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলী আহমদ বলেন এই রায় সম্পূর্ণ পরিকল্পিত, ষড়যন্ত্র করে বিএনপির নেতা কর্মীদের জড়ানো হয়েছে দেশে এখন বিচার ব্যবস্থা পরাধীন কারন আওয়ামীলীগ অবৈধ সরকার সবকিছু তাদের অধীনে নিয়ন্ত্রণ করে।
উল্লেখ্য, যে দক্ষিণ সুরমা থানার মামলা নং ২৫/১৭৫, তারিখ: ১২/০৩/২০১৪, ধারাঃ ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৪ ও ১৯ (ক) ধারা, জি,আর ১৭৫/২০১৪ পরবর্তীতে দায়রা মামলা নং ১৭৫/২০২০- এ আসামীদেরকে সাজা প্রদান করা হয়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302