• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে কমেছে করোনা আক্রান্ত ও মৃত্যু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২১
সিলেটে কমেছে করোনা আক্রান্ত ও মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে করোনাভাইরাসে শনাক্তের হার চারের নিচে নেমে এসেছে। গেল জুন মাসের মধ্যভাগের পর এই প্রথম এতো কম সংক্রমণের হার দেখা গেল সিলেটে।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে জানা গেছে এমন তথ্য।

তারা জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় ১ জন করোনা রোগী মারা গেছেন। তাকে নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৫২ জন।

এর মধ্যে ওসমানীতে ১১৬ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৬১ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ২৭ জন। বাকিদের মধ্যে মৌলভীবাজারের ২ জন ও হবিগঞ্জের ২ জন রয়েছেন। সুনামগঞ্জে কোনো করোনা রোগী মেলেনি এ সময়ে।

৯৬১ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৩.২৩ ভাগ। আগের চব্বিশ ঘন্টায় ৮১৮ জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের হার ৪.১৬ ভাগ ছিল।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৪৪২ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭৯০ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৫২৫ জন। সুনামগঞ্জের ৬২২৯ জন, মৌলভীবাজারের ৮০৭২ জন ও হবিগঞ্জের ৬৬১৬ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ২৮ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ৮৭৬ জন।

তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৮৬ জন করোনা রোগী ভর্তি আছেন।