• ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

সদ্য কারামুক্ত ছাত্রদল নেতা সুহেল রাজাকে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২১
সদ্য কারামুক্ত ছাত্রদল নেতা সুহেল রাজাকে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

একুশে নিউজ ডেস্ক:: সদ্য কারামুক্ত সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুহেল ইবনে রাজাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ। শনিবার নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগ বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন ও সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। এছাড়া এসময় জেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি করতে কলিজা লাগে। আওয়ামী ফ্যাসিবাদের সীমাহিন জুলুম নিপীড়ন উপেক্ষা করে টিকে থাকা দলের নামই বিএনপি। তাই হামলা মামলা, খুন-গুম, জেলা জুলুম চালিয়ে বিএনপির অগ্রযাত্রাকে দমিয়ে রাখা যাবেনা। ছাত্রদল নেতা সুহেল ইবনে রাজার এই ত্যাগ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করতে সহায়ক ভুমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। সকল জুলুমের অবসান ঘটিয়ে দেশে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করা সময়ের ব্যাপার মাত্র।