নিজস্ব প্রতিবেদক::
করোনা ভাইরাস সংক্রমণের কারণে সিলেটের হযরত শাহপরাণ (রহ.) মাজারে এবার ওরস মোবারক হচ্ছে না।
মঙ্গলবার হযরত শাহপরাণ (রহ.) মাজারের মোতাওয়াল্লী মামুনর রশিদ চৌধুরী সভাপতিত্বে ও মো: ফিরুজ মিয়া, খাদিম গাজী ফরিদ মিয়ার পরিচালনায় মাজার কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, প্রতি বছরের মতো আগামী ১১, ১২ ও ১৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী মোতাবেক (৪, ৫ ও ৬ অক্টোবর) তিন দিনব্যাপী ওরস হওয়ার কথা ছিল। সরকারের স্বাস্থ্যবিধি মেনে এ বছরও ওরস মোবারক হচ্ছে না।
সভায় উপস্থিত ছিলেন, খাদিম জামাল আহমদ, সাদিক মিয়া, কাবুল মিয়া, মো. আহাদ মিয়া, মো. রনজু মিয়া, মো. জিহান আহমদ, মো. জাহিন আহমদ, মো. আহমদ প্রমুখ।
সভায় ভক্তদের এবার ওরস মোবারকে শরিক হতে না পারায় মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়। মহামারী চলে গেলে আগামীতে যথানিয়মে ওরস মোবারক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এর আগে একই কারণে হযরত শাহপরান (রহ.) মাজারের ওরসও হয়নি।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302