• ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেটে কমেছে আক্রান্তের সংখ্যা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২১
সিলেটে কমেছে আক্রান্তের সংখ্যা

স্টাফ রিপোর্ট::
সিলেটে দিন দিন কমে আসছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৬ জন। তবে গত কয়েকদিন ১ জন মারা গেলেও গেল ২৪ ঘন্টায় মারা গেছেন ৩ হন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় ৩ জন করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৫৬ জন।

এর মধ্যে ওসমানীতে ১১৬ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৬৫ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ১৯ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৩ জন, মৌলভীবাজারের ৩ জন ও হবিগঞ্জের ১ জন রয়েছেন।

৮১০ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৩.২১ ভাগ। আগের চব্বিশ ঘন্টায় ২৭ জন রোগী শনাক্ত হয়েছিলেন। এরও আগের দিন ৩১ জন রোগী শনাক্ত হন।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৪৯৫ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭৯৪ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৫৬২ জন। সুনামগঞ্জের ৬২৩৪ জন, মৌলভীবাজারের ৮০৮১ জন ও হবিগঞ্জের ৬৬১৮ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৫১ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ৯৬৪ জন।

তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭৯ জন করোনা রোগী ভর্তি আছেন।