রোটারিয়ান মোঃ ইকবাল হোসেন:: রোটারি আন্তর্জাতিক ১৯০৫ সালে গঠিত একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন। বন্ধুত্বের জন্য সংগঠনের শুরু হলেও বর্তমান বিশ্বে এটি সবচেয়ে বড় মানবসেবা মূলক স্বেচ্ছাসেবী সংগঠন।
শুরু থেকে আজবদি রোটারি আন্তর্জাতিক মানবিক কার্যক্রম সফলতার সাথে পরিচালনা করে আসছে। যার মধ্যে অন্যতম হচ্ছে বিশ্ব থেকে পোলিও নির্মূল। যেখানে রোটারি ও রোটারিয়াননদের রয়েছে বিলিয়ন ডলারের অনুদান।
এছাড়া রোটারি কাজ করছে শান্তিরক্ষা ও সংঘাত নিরসন, রোগ প্রতিরোধ ও চিকিৎসা, পানি ও পয়:নিষ্কাশন, মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, প্রাথমিক শিক্ষা ও সাক্ষরতা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং পরিবেশ উন্নয়ন। এসব ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলছে রোটারি আন্তর্জাতিক কর্তৃক গঠিত দ্যা রোটারি ফাউন্ডেশন। মূলত পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা ২০০ টিরও বেশী দেশের ৩৫০০০-এরও অধিক ক্লাবের ১২ লক্ষ রোটারিয়ানদের ও তাদের বন্ধুদের ব্যক্তিগত অনুদানে পরিচালিত হয় দ্য রোটারি ফাউন্ডেশন এর সকল কার্যক্রম।
বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে পরিবেশের জন্য কাজ করা একান্তই জরুরী। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, সুপেয় পানীয় জল ও বিশুদ্ধ বাতাস সুস্থ ভাবে জীবন যাপনের জন্য অপরিহার্য উপাদান। রোটারি আন্তর্জাতিক শুরু থেকেই কাজ করছে পৃথিবীর সকল মানুষের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য। বর্তমানে প্রতিনিয়ত বৈশ্বিক জলবায়ু পরিবর্তন হচ্ছে যার ফলশ্রুতিতে আমাদেরকে অসময়ে ঝড়, বন্যা ইত্যাদির মোকাবেলা করতে হচ্ছে। এই কারণে পৃথিবীর বহু দেশের মানুষ ও সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। আর এর বেশির ভাগ ভুক্তভোগীই হচ্ছেন যারা অনুন্নত বা স্বল্পোন্নত দেশে বাস করেন তারা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে মূলত উন্নত দেশ, তাদের জীবনযাপন এবং পরিবেশ সুরক্ষায় তাদের উদাসীনতাই দায়ী। সকল দিক বিবেচনা করে রোটারি আন্তর্জাতিক ২০২১ সালে এসে পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের জন্য পরিবেশ সংরক্ষণ ও সহায়তাকে তাদের গুরুত্বপূর্ণ ৭টি কাজের মধ্যে অন্তর্ভুক্ত করেছে।
রোটারি এবং রোটারিয়ানরা বিশ্বাস করে সুস্থ-সবল ভাবে বেঁচে থাকতে হলে এবং পৃথিবী কে আগামী প্রজন্মের কাছে বাসযোগ্য রেখে যেতে চাইলে এর উন্নয়নের প্রতি যত্নশীল হতে হবে এবং পরিবেশে উন্নয়নে গুরুত্ব বাড়ানো ও পরিবেশ সংরক্ষণ করা একান্ত আবশ্যক
বিগত বছর গুলোতে রোটারি ফাউন্ডেশন পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে ১.৮ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার ব্যয় করেছে। রোটারি আন্তর্জাতিকের এবছরের প্রেসিডেন্ট শেখর মেহতা পরিবেশ সংরক্ষণকে রোটারির অতি গুরুত্বপূর্ণ কাজের তালিকাভুক্ত করেছেন এবং এর গুরুত্ব ও তাৎপর্য সারাবিশ্বব্যাপী সকল রোটারিয়ান, রোটারি ক্লাব সমুহের মধ্যে তুলে ধরে এ ক্ষেত্রে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন। তার আহ্বান অনুযায়ী সারা বিশ্বব্যাপী রোটারি ক্লাব সমুহ পরিবেশ উন্নয়ন ও সংরক্ষনে গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। বৃক্ষরোপন কার্যক্রম, কার্বন নি:সরণ কমানো, গ্রীন হাউজের প্রাদুর্ভাব কমানো, নবায়ন যোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানো। আমরা যদি অতি দ্রুত এই পদক্ষেপগুলো কার্যকর করতে না পারি তাহলে পরিবেশের আরো বিরূপ প্রভাব অচিরেই আমাদেরকে দেখতে হবে। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিধ্বস অনুন্নত ও স্বল্পোন্নত দেশগুলোতে একটি নিত্তনৈমিত্তিক সমস্যা।
বিশেষ করে বাংলাদেশে এই সমস্যা আরোও প্রকট। তাছাড়া বজ্রপাতে অসংখ্য মানুষ মারা যায়।
রোটারি আন্তর্জাতিক এর আহ্বানে সাড়া দিয়ে রোটারি আন্তর্জাতিক জেলাসমূহ এই কাজে মনোনিবেশ করেছে।
সকল রোটারি আন্তর্জাতিক জেলাসমূহের সাথে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ ও বাংলাদেশে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণের জন্য বর্ষব্যাপী তথা সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নিয়েছে। রোটারি ক্লাব এবং রোটারিয়ানরা মিলে সারা বিশ্বে পোলিও নির্মূল কার্যক্রমের মতই পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে যুগান্তকারী ভুমিকা পালন করে সুস্থ সুন্দর পৃথিবী গড়ে তুলে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ রেখে যাবে বলে আমরা বিশ্বাস করি।
আসুন আমরা সবাই পরিবেশ উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে যার যার অবস্থান থেকে যথাসাধ্য অবদান রাখি।
লেখক:
রোটারিয়ান মো: ইকবাল হোসেন এমবিএ
সদস্য, রোটারি ক্লাব অভ্ জালালাবাদ
সমাজ কর্মী ও সংগঠক।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302