• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রযোজক আজমল আলীর নতুন নাটক মুক্তি পাচ্ছে?

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২১
প্রযোজক আজমল আলীর নতুন নাটক মুক্তি পাচ্ছে?

একুশে নিউজ ডেস্ক:: নির্মিত হলো সিলেটি নাটক। ‘তোমার লগে কিওর পিরিত’। নাটকটি কাহিনী সংলাপ চিত্রনাট্য করেছেন বিয়াজুল ইসলাম মুক্তি। নাটকটিতে অভিনয় করেছে অভিনেত্রা বুরু মিয়া, বিশ্বজিৎ সরকার, বিয়াজুল ইসলাম মুক্তিসহ আরও অনেকে।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট স্টার ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে বলে জানিয়েছেন নাটকের প্রযোজক আজমল আলী।

এ নাটকে অভিনয় নিয়ে প্রযোজক আজমল আলী বলেন, ‘আমি এর আগে ও বিয়াজুল ইসলাম মুক্তি ডিরেকশনের নাটক বানিয়েছি। তবে এবার তার লেখা নাটকে আমি প্রযোজনা করেছি। এবার গল্পটি খুব ভাল লাগছে এবং আনন্দের মাধ্যমে উপভোগ করছি। নাটকটি আপনাদের সবাইকে ও দর্শকের ভালো লাগবে আশা করি।

লন্ডন প্রবাসী প্রযোজক আজমল আলী আরও বলেন, সামাজিক কাজের পাশাপাশি আমি ছোট থেকে নাটক দেখতে আমি পছন্দ করি।  সব সময় শুটিংয়ে ক্যামেরা, লাইট, লেন্স, অনেক পরিচালকের শট ডিভিশনগুলো খেয়াল করি। তাই প্রতিদিন প্রবাসে থেকে নিজের মতো করেই অনেক কিছু শিখি। সবাই সিলেট স্টার ইউটিউব চ্যানেল এর পাশে  থাকবেন আশা করি। এজন্য আমি সবার দোয়া ও সহযোগিতা চাই।