
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকায় গতকাল এক দোকান কর্মচারী খুন হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে খবর নিয়ে জানা যায়, ওই দোকান কর্মচারীর নাম রহিম মিয়া। রহিম মিয়া মানিক স্টোরের মালিক মাহমুদুল হাসান এর দোকানের কর্মচারী ছিলেন। তিনি দোকানের পেছনে একটি গ্যারেজে অস্থায়ীভাবে বসবাস করতেন। গত ২৭ সেপ্টেম্বর (সোমবার) সকালে অন্যান্য কর্মচারী তাকে ডাকতে গিয়ে দেখেন জেনারেটরের পাশে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় তার মৃতদেহ পড়ে আছে ।
ঘটনার বিষয়ে নিহতের মাতা মমতা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার ছেলেকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার দিন সন্ধ্যার দিকে তার ছেলে তাকে ফোন করে জানায় মানিক স্টোরে অবৈধ মালামালের ব্যবসা হইতেছে এবং এ বিষয় কাউকে না বলার জন্য দোকানের মালিক মাহমুদুল হাসান তার ছেলেকে শারীরিকভাবে নির্যাতন করে। তিনি দাবি করেন এই ঘটনা সূত্রপাতে তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখিতেছে। খুব শীঘ্রই ঘটনার রহস্য উদঘাটন হবে।