• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ওসমানীতে করোনা সম্মেলন!

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২১
ওসমানীতে করোনা সম্মেলন!

নিজস্ব প্রতিবেদক::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৮০ লক্ষ মানুষকে করোনার টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় সিলেটে চলছে গণটিকাদান কর্মসূচী। সিলেটের এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজেও টিকা গ্রহণ করতে যাচ্ছেন টিকাগ্রহনেচ্ছু মানুষজন। কিন্তু কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। করোনা সংক্রমণে এবং মৃত্যু হ্রাস পাওয়ায় স্বাস্থ্যবিধি উড়িয়ে দিচ্ছেন তারা। সব জায়গাতে জনসাধারণের মধ্যে উদাসিনতা দেখা যাচ্ছে। যেখানে করোনা সংক্রমণের ঝুঁকি বেশি সেখানকার চিত্র দেখে মনে হবে এটা করোনামুক্ত স্থান।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, সিলেটের বিভিন্ন স্থান থেকে করোনার টিকা নিতে পুরুষ ও মহিলারা এখানে এসে ভিড় করছেন। প্রচন্ড ভিড়ের কারণে এখানে সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি মানছেন না কেউ।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসা নিতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে করোনা আক্রান্ত রোগীরা আসেন। সেই হাসপতালে স্বাস্থ্যবিধির ক্ষেত্রে এতটা উদাসিন হলে অন্য স্থানের চিত্রতো আরও ভয়াবহ হওয়াটাই স্বাভাবিক।

জানা যায়, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত করোনার টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) থেকে সিলেটসহ সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আবারো শুরু হয়েছে গণটিকাদান ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের খবরে সিলেেটের বিভিন্ন এলাকা থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিতে ভিড় করেন টিকা গ্রহীতারা। অধিক সংখক মানুষ একসাথে টিকা নিতে আসায় সংশ্লিষ্টরা তাদের সামাল দিতে হিমশিম খেতে হয়।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি মেনে সবাইকে টিকা নিতে হবে। স্বেচ্ছাসেবিসহ স্বাস্থ্যকর্মীদের আমরা স্বাস্থ্যবিধি মানার তাগিদ দিয়েছি। মানুষজন বেশী হওয়ায় আর স্পেস কম হওয়ায়, হয়তো এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।