• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে নিরীহ পরিবারের জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২১
শিবগঞ্জে নিরীহ পরিবারের জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

একুশেনিউজ ডেস্ক::
সিলেট নগরীর শিবগঞ্জ সোনারপাড়ায় নিরীহ মো. লাল মিয়ার পরিবারের জমি দখলের চেষ্টা, গাছ কর্তন ও হত্যার হুমকির প্রতিবাদে মঙ্গলবার রাতে সোনারপাড়া এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সামসুল ইসলাম চৌধুরী, লাল মিয়া, মঈন মিয়া, সেকু আহমদ, ওমর ফারুক, সুজন মিয়া, সুহেল আহমদ, রহমান, ছালাম আহমদ, সুয়েব খাঁন, ফয়সল আহমদ, হেলিম মিয়া সহ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় মো. শহিদুল ইসলাম, মো. আব্দুর রহিম সহ অজ্ঞাত কয়েকজন ভোক্তভোগী লাল মিয়ার ৪৫ শতক জমি নানা ভাবে দখল করার পায়তারা, গাছ কর্তন ও হত্যার হুমকি দিয়ে আসছিল। তারা উক্ত জমি দখল করতে লাল মিয়াসহ পরিবারের লোকজনকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে আসছে। বক্তারা বলেন, উক্ত দুস্কৃতিকারীদের বিরুদ্ধে এসএমপির শাহপরাণ থানায় গত ২৭ সেপ্টেম্বর একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে। তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান এলাকাবাসী। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।