ছাতক প্রতিনিধি::
দ্বিতীয় ধাপের দেশের ৮৪৮টি ইউপি নির্বাচনের মধ্যে সিলেট বিভাগের ৪৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় রয়েছে ১৯টি ইউনিয়ন। ছাতকের একটি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ছাতকের দোলারবাজার ইউনিয়ন (ইভিএম), ছাতক সদর, কালারুকা, ছৈলা-আফজলাবাদ, খুরমা (দক্ষিণ), চরমহল্লা, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, খুরমা (উত্তর), ইসলামপুর ও জাউয়াবাজার ইউনিয়ন এবং দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার সদর, বাংলাবাজার, লক্ষীপুর, সুরমা, দোহালিয়া, পান্ডারগাঁও, বোগলাবাজার, নরসিংপুর ও মান্নারগাও ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302