একুশে নিউজ ডেস্ক:: সিলেটের ছোট পর্দার চেনা মুখ ও দক্ষ সংগঠক কামাল আহমেদ দুর্জয়। নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও তার সমান পদচারণা কিন্তু পারিশ্রমিক কত? এর সঠিক হিসেব দেওয়া সম্ভব নয়! সময়ের পরিবর্তনে সিলেটি এই তারকা তাদের ইচ্ছেমতো পারিশ্রমিক হাঁকিয়ে থাকেন। এ সময়কার আলোচিত ও জনপ্রিয় সিলেটের তরুণ নির্মাতা ও অভিনয় শিল্পীদের মধ্যে একজন কামাল আহমেদ দূর্জয়।
বাজারে প্রচলিত হিসেব দেওয়া হল তার পারিশ্রমিক। দুর্জয় এক ঘণ্টার নাটকের জন্য প্রতিদিন ৫ থেকে ৪ হাজার টাকা নেন। যদিও তিনি খুব একটা বিজ্ঞাপন করেন না।
সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরীর এক প্রশ্নে তিনি যে কথা বলেন, যে কথা বলতে হয়, শ্রদ্ধা, ভালবাসা, স্নেহ, নিয়তি, নি:শ্বাস সব মানবিক অনুভূতি গুলোকেই বাঙ্গালী নাট্যচর্চার বেঁচে থাকার অবলম্বন, আর সে অনুভূতি গুলোর প্রধান রবী ঠাকুর, নাটক ও অভিনয় গুলো বাঙ্গালীর সেই প্রিয়তম চরিত্রটি সদা উপস্থিত। এ চরিত্র গুলোর শুভ্রতা নিয়েই নাটক, এ নাটক ও অভিনয় গুলো যেমন মানুষের প্রেরণা যোগাবে, আনন্দ বিনোদনের সাথে কিছুটা হলে বুঝার মনমানসিকতা নিয়ে দেখলে উপকৃত হবে বলে আশাবাদী।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302