একুশেনিউজ ডেস্ক::
নারীর উন্নয়ন ও সুন্দর জীবন প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে প্রত্যেক নারী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষার প্রয়োজনীয়তা অনেক বেশি। গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্রেষ্ঠ উদ্যেক্তা সম্মাননা-২০২১ সিলেট উপপরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর জেলরোডে অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে অনলাইন ব্যবসায় বিজয়ীদের মধ্যে সম্মাননা প্রধান করা হয়।
বিজয়ীদের মধ্যে প্রিয়াশ্রী কর পিউ তৃতীয় স্থান অর্জন করে। সংস্কৃতির পাশাপাশি পিউ হাতের কাজের নৈপুণ্যতা উপস্থাপনে অল্প সময়ে জীবন বাস্তবতার মুখোমুখি। সঠিক প্রশিক্ষণের অফুরন্ত ইচ্ছা ও প্রাণশক্তির সঞ্চার হোক সকল নারীর।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302