• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইসলামী যুব আন্দোলন সিলেট এর সদস্য সম্মেলন অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০২১
ইসলামী যুব আন্দোলন সিলেট এর সদস্য সম্মেলন অনুষ্ঠিত

একুশে নিউজ ডেস্ক:: ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর শাখার শুক্রবার (১লা অক্টোবর) বিকাল ৫টায় বন্দর বাজারস্থ কার্যালয়ে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন এর পরিচালনায় নবাগত সদস্যদের নিয়ে এক সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা শরাফত উল্লাহ আরফান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক প্রফেসর মোয়াজ্জেম হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতি মুহাম্মদ শিহাব উদ্দিন।

প্রধান অতিথি যুবকদের উদ্দেশ্য বলেন, সুন্দর সমাজ গঠনে আদর্শবান যুবকদের বিকল্প নেই। এসময় আরও বলেন যার রুহানিয়াত আছে তার ভিতর আল্লাহর ভয় আছে। যার ভিতর আল্লাহর ভয় থাকবে, সমাজের ক্ষতি তার দ্বারা কখনো হবে না। ইসলামী যুব আন্দোলন, পথ হারা যুবকদের আল্লাহর সাথে পরিচয় করিয়ে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শে জীবন গঠনে কাজ করছে।

সদস্য সম্মেলনে আরো উপস্থিত ছিলেন-যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরাফত উল্লাহ আরফান, দপ্তর সম্পাদক মো: আলাউদ্দিন আহমদ, প্রচার সম্পাদক শাহিদুল ইসলাম সাজুল, সমাজ কল্যান সম্পাদক ডাঃ জাবেদ খান, তথ্য ও গবেষণা সম্পাদক হাসান আহমদ, মানবাধিকার সম্পাদক মোঃ কাওছার আহমদ, উপ সম্পাদক শফিকুল ইসলাম, উপ সম্পাদক মুহা. বদরুল ইসলাম খছরু প্রমুখ।