নিজস্ব প্রতিবেদক::
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে বিমুখ করতেই রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যা করেছে একটি ষড়যন্ত্রকারী মহল। তারা রোহিঙ্গাদের নিয়ে ব্যবসা করছে। তারা রোহিঙ্গাদের মায়ানমারে যেতে বাঁধা দিচ্ছে। কারণ- রোহিঙ্গা রাখাইনে চলে গেলে ওই সব কুচক্রি মহলের ব্যবসা বন্ধ হয়ে যাবে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারতের প্রদানকৃত অ্যাম্বুলেন্স উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মায়ানমারের সাথে আমাদের সম্পর্ক ভালো। ১৯৭৮ সালে ২ লক্ষ রোহিঙ্গা এসেছিল, মায়ানমার পরে তাদেরকে নিয়ে গেছে। ১৯৯২ সালে ২ লক্ষ ৫৩ হাজার রোহিঙ্গা আসছিল। এর মধ্যে ২ লক্ষ ৩৬ হাজার রোহিঙ্গা রাখাইনে ফেরত গেছে। বাকীরা বিভিন্ন সংস্থার মাধ্যমে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে।
কিন্তু এবার কুচক্রি মহলের ইন্ধনে ১০ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে থাকতে চাইছে। তারা ফিরবো তো দূরের কথা, নানা শর্ত দিচ্ছে আমাদেরকে। জমি কিনে দিতে, চাকরি দিতে হবে সহ বিভিন্ন শর্ত দিয়েই আসছে। এগুলো গ্রহণযোগ্য নয়।
মন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ চাইছিলেন সবাইকে রাখাইনে নিয়ে যেতে। কিন্তু তাকেও ওই ষড়যন্ত্রকারীরা হত্যা করে ফেলেছে।
মন্ত্রী আরো বলেন, ভারত থেকে এ্যাম্বুলেন্স আসার পর আমি স্বাস্থ্য সচিবের সাথে কথা বলি। কিন্তু বলেন, সিলেটের জন্য কোন এ্যাম্বুলেন্স এলোক্যান্স (বরাদ্দ) নেই। শুধুমাত্র মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জে বরাদ্দ আছে। এটা শুনে আমি ডিসেপয়েন্টেড (হতাশ) হয়ে যাই। সাথে সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলি। পরে তারা আমার কথা রাখতে গিয়ে দুইটি এম্বুল্যান্স সিলেটে প্রদান করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302