একুশেনিউজ ডেস্ক::
সিলেট নগরীর জিন্দাবাজারে বুনন প্রকাশন কার্যালয়ে বুনন প্রকাশিত কবি মুস্তফা হাবীবের কবিতাবই 'আমি সেই কিংবদন্তী' ও কবি গাজী কবিরর কবিতাবই 'এক পৃথিবী জলপ্রপাত' এর পাঠ উন্মোচন অনুষ্ঠান বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
উক্ত পাঠ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও সমাজচিন্তক গোলাম হোসেন আজাদ, সিনিয়র সাংবাদিক ও বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, বুনন প্রকাশক ও সম্পাদক কবি অধ্যাপক খালেদ উদ-দীন, বইকথা সম্পাদক অধ্যাপক গল্পকার শামসুল কিবরিয়া, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আল-আমিন। উপস্থিত সকলে বইটির ভুয়সী প্রশংসা করেন এবং বইটির বহুলপ্রচার কামনা করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302